জেলের মধ্যে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৩, আহত ২৪

0
1

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জেল চত্বর। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩জনের। গুরুতর জখম হয়েছেন ২৪ জন । সশস্ত্র দুষ্কৃতীরা এই বিস্ফোরণ ঘটায়। রবিবার হামলার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের একটি কারাগারে।

এই বিষয়ে নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীদের উপর গুলি চালানোর আগে কারাগারের কাছে একটি বিস্ফোরকবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটায় বন্দুকধারী হামলাকারীরা।

তিনি জানিয়েছেন, হামলাকারীরা বেশিরভাগই কারাগারের কাছে একটি বাজারে লুকিয়ে ছিল। সেখান থেকেই নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে গুলি চালানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রক এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, কমপক্ষে তিন জন মারা গিয়েছেন। স্বাস্থ্য দফতরের মুখপাত্র জাহির আদিল জানিয়েছেন, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২৪ জন। ঘটনার পর পুলিশ ও স্পেশাল ফোর্স ওই এলাকায় মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তালিবানেরা জানিয়েছে, তাঁদের সংগঠন এই হামলায় জড়িত না।