কেন বেসুরো কমলনাথ? ভোট টানতে না দল ভাঙতে?

0
3

রাম মন্দির তৈরিতে সম্মতি দিয়েছে প্রত্যেক ভারতীয়। এমনটাই মত মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের। ৫ অগাস্ট ভূমি পুজোর মধ্যে নিয়ে রাম মন্দির নির্মাণের সূচনা হবে। ওই ভূমি পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী।

এই আবহে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, “দেশবাসীর যা ইচ্ছে ছিল সেটাই বাস্তবে পরিণত হতে চলেছে। এক মাত্র ভারতের মতো দেশে এটা সম্ভব। প্রত্যেক ভারতবাসী সম্মতিতেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে।” বর্ষীয়ান কংগ্রেস নেতার এহেন মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, ভোট টানতে না কি দল ভাঙার চেষ্টা করছেন কমলনাথ।

তবে কমলনাথের আগে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংও রাম মন্দির তৈরির পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, “প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও অযোধ্যায় রাম মন্দির তৈরির পক্ষে ছিলেন।” অন্যদিকে আবার রাম মন্দির নিয়ে কংগ্রেসের অন্দরে ভিন্নমত আছে। কংগ্রেস নেতা কপিল সিবাল অবশ্য রাম মন্দির তৈরির পক্ষে নন।