প্রয়াত উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি বরুণ। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ ছিল। আজ সকাল ৯:৩০ নাগাদ লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬২ বছর। সূত্রের খবর, টানা কয়েকদিন ধরেই তিনি ভেন্টিলেশনে ছিলেন এবং শ্বাসকষ্টে ভুগছিলেন।
কমল রানি বরুণ যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারে কারিগরি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরে ১৮ জুলাই থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকবার্তায় বলেছেন, “কমলা রানি বরুণের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তিনি কোভিড পজিটিভ ছিলেন। তিনি একজন জনপ্রিয় জননেত্রী এবং সমাজকর্মীও ছিলেন।” আদিত্যনাথ তাঁর নির্ধারিত অযোধ্যা রাম মন্দির সফর বাতিল করেছেন কমল রানি বরুণের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।





























































































































