আগস্ট মাসে ১৫ তারিখ পর্যন্ত ভারতের ছ’টি বড় শহর থেকে বাগডোগরা বিমানবন্দরে উড়ান পরিষেবা স্থগিত থাকবে।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে৷ নির্দেশিকায় বলা হয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, আমেদাবাদ ও নাগপুর শহর থেকে যাত্রীবাহী বিমান বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবে না। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এই নির্দেশিকা পেয়েও গিয়েছে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ। এর পাশাপাশি রাজ্য সরকারের সাপ্তাহিক দু’দিন সম্পূর্ণ লকডাউনে আগস্ট মাসের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ তারিখে বিমান পরিষেবা বন্ধ রাখা হবে।





























































































































