এখনই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরতে পারবেন না বাংলার গর্ব তথা দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের যুবক সোমেন দেবনাথ। নেপথ্যে সেই করোনাভাইরাসের সংক্রমণ ।
বিশ্ব ভ্রমণ আর এইডস নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই সাইকেল নিয়ে পাড়ি দিয়েছিলেন সোমেন। ২০০৪ সালে সাইকেলে যাত্রা শুরু করে এখনও পর্যন্ত অতিক্রম করেছেন পৃথিবীর ১৫৭টি দেশ। সাইকেলে চেপে চষে ফেলেছেন প্রায় ১,৭১,৪৫০ কিলোমিটারেরও বেশি পথ। আর মাত্র ৩৪টি দেশে পৌঁছালেই লক্ষ্য পূরণ হবে।
সাইকেলে বিশ্ব ভ্রমণ সেরে ফেরার কথা ছিল এই বছরের ডিসেম্বরে। কিন্তু তা সম্ভব হবে না। যা পরিস্থিতি তাতে ফিরতে ফিরতে আগামী বছরের মে মাস হয়ে যাওয়ার সম্ভাবনা ।
আসলে দেশে দেশে করোনা সংক্রমণ আর তার জেরে লকডাউনের ফলে বদলে গিয়েছে তাঁর সূচি। নিউজিলন্যান্ড থেকে জানিয়েছেন সুন্দরবনের ভূমিপুত্র। এখন তিনি রয়েছেন অকল্যান্ডে। অপেক্ষা ফের অন্য দেশে পাড়ি দেওয়া। যত সময়ই লাগুক না কেন, করোনা কে ব্যাকফুটে পাঠিয়ে লক্ষ্যে পৌঁছাতে নিজেকে বিদেশের মাটিতেও সবসময় তৈরি রাখছেন তিনি । বলছেন, রাজ্যের মানুষের শুভেচ্ছা আছে আমার সঙ্গে । পুরোটা শেষ করেই দেশে ফিরব।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































