কোভিড মোকাবিলার জেরে চলতি মাস থেকেই দেশজুড়ে শুরু হবে সেরো সমীক্ষা

0
2

অগাস্টের গোড়া থেকেই দেশ জুড়ে শুরু হতে চলেছে সেরো সমীক্ষা। দেশে সংক্রমণ কতটা ছড়িয়ে আছে তা জানার জন্যই এই সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিড আক্রান্ত হওয়ার তিন সপ্তাহের মধ্যে মানবদেহে ওই রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। যা রক্ত পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব। এখন দিনে নতুন সংক্রমনের সংখ্যা ৫৫ হাজারেরও বেশি। আর সেই কারণেই জনগোষ্ঠীর কত অংশে ওই সংক্রমণ ছড়িয়েছে, তা বোঝার জন্যই ফের একবার সেরো সমীক্ষা করার সিদ্ধান্ত।

জানা গিয়েছে, একটি রাজ্যে সংক্রমণের সংখ্যার ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করা হবে। বেশি, মধ্যম এবং কম। তার পর সেখানকার জনগোষ্ঠীর ভিতর থেকে বাছাই না করে নমুনা সংগ্রহ করা হবে।