বাড়ি ফিরলেন করোনা মুক্ত ফুয়াদ হালিম

0
1

সুস্থ ফুয়াদ হালিম। স্বস্তি পরিবার এবং অনুরাগী মহলে। টানা ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বাড়ি ফিরলেন সিপিএম নেতা তথা জনপ্রিয় চিকিৎসক ফুয়াদ হালিম। মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে রবিবার তাঁকে ছুটি দেওয়া হয়।

প্রসঙ্গত, এমন সঙ্কটকালে সিপিএম নেতা ফুয়াদ হালিম নিজেকে চিকিৎসায় আরও বেশি করে নিয়োজিত রেখেছিলেন। তবে ২১ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পরেন তিনি নিজেই। দুদিন বাড়িতে আইসোলেশনে থাকার পরে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর পঞ্চমবারের মাথায় তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।
এখন চিকিৎসকদের পরামর্শ মেনেই আপাতত কয়েকদিন বিশ্রামেই থাকবেন তিনি।