ভাইরাস মুক্ত অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর পরিবার

0
1

মারণ ভাইরাসের কোপ পড়েছিল মল্লিক পরিবারে। ২৩ দিন পর ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন কোয়েল মল্লিক, তাঁর মা দীপা মল্লিক এবং কোয়েলের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে। এর আগে দ্বিতীয়বার টেস্টে নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের।

রবিবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানালেন তিনি এবং তাঁর পরিবার ভাইরাস মুক্ত হয়েছেন। প্রত্যেকের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। একইসঙ্গে এই সময়কালে শুভকামনা এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।