সাংসদ অধীর চৌধুরীর বাড়িতে দুষ্কৃতী হামলা

0
1

কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বাড়িতে হামলা। হঠাৎই শনিবার রাতে বেশ কিছু দুষ্কৃতী মুর্শিদাবাদের বহরমপুরের কংগ্রেসের সাংসদের বাড়িতে হামলা চালায়। ইট ছুঁড়ে বাড়ির কাচের জানালা ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। যদিও ঐদিন অধীর চৌধুরী নিজে ওই বাড়িতে ছিলেন না বলেই জানা যাচ্ছে। তিনি এখন দিল্লিতেই রয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনা নিয়ে বহরমপুর পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে। বেশ কয়েকদিন ধরেই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হুমকি এবং হামলার মুখে পড়তে হচ্ছে।