ভাইরাস ও আমফান পরিস্থিতিতে ৫০ কোটির ত্রাণ বিলি করেছে সিপিআইএম: সূর্যকান্ত মিশ্র

0
1

ভাইরাস সংক্রমণ এবং আমফান পরিস্থিতিতে রাজ্য জুড়ে ৫০ কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে সিপিআইএম। এই দাবি করেছন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

বুধবার ‘বর্তমান সময় ও আমাদের কাজ’ নামক এক কর্মসূচিতে দলীয় কর্মীদের মানুষের কাছে আরও পৌঁছে যাওয়ার বার্তা দেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, ”ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আমাদের এক লক্ষ কর্মী কাজ করছেন। দনের হিসেব অনুযায়ী স্থানীয়ভাবে প্রায় ৫০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও অন্যান্য বামপন্থী ও গণসংগঠন কাজ করেছে।”

সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, লকডাউনের পর থেকেই ছাত্র যুব শ্রমিক সংগঠন বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক দের ফেরানোর উদ্যোগ নিয়েছে। মানুষকে সাহায্য করতে হেল্পলাইন নম্বর চালু করেছে। কমিউনিটি কিচেন তৈরি করে মানুষকে খাবার পৌঁছে দিয়েছে, এমনকী রাজ্যের বাসিন্দাদের কাছে রেশন পৌঁছে দেওয়ার কাজও করেছে তারা। ইয়ং ব্রিগেডকে সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর আশা দেখছে আলিমুদ্দিন স্ট্রিট।