ফের সেরা বাংলা।
ডিজিটাল প্ল্যাটফর্মে গণ অভিযোগের নিষ্পত্তি করে সর্বোচ্চ পুরস্কার রাজ্যের।
Skotch Foundation বা স্কচ ফাউন্ডেশনের প্ল্যাটিনাম স্বীকৃতি এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘরে৷
.২০১৯ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মে গণ-অভিযোগ ব্যবস্থার সূচনা করেছিলেন৷ সেই ‘ই- সমাধান’ ব্যবস্থা এবার স্কচ ফাউন্ডেশনের সর্বোচ্চ পুরস্কার জিতে নিয়েছে। দিল্লির অনুষ্ঠানে বাংলা পেয়েছে প্ল্যাটিনাম পুরস্কার। কোনও ক্ষেত্রে সেরা পুরস্কার হিসেবেই এটি বিবেচিত হয়।
দিল্লি থেকে ইতিমধ্যেই ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম আওয়ার্ড পাওয়ার কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে। প্রকল্পটির নিয়ন্ত্রণ ও সমাধান করে মুখ্যমন্ত্রীর দফতর। এই পদ্ধতি সবে এক বছর আগে চালু হয়েছে। এর মধ্যেই জমা পড়া ৮.১৬ লক্ষ অভিযোগের মধ্যে ৯৫ শতাংশের বেশি সমাধান করে ফেলেছে মুখ্যমন্ত্রীর দফতর। দেশে বিভিন্ন সরকারের কাজের ক্ষেত্রে স্কচ ফাউন্ডেশন পুরস্কার দেয়৷ এবছর ৪ হাজারের বেশি মনোনয়ন জমা পড়েছিল। সব মিলিয়ে ১০টি সিলভার, ৩টি গোল্ড আর ১টি প্ল্যাটিনাম পুরস্কার দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার স্কচ সামিট এই ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রকল্পের প্রশংসা করে বলা হয়েছে যে, কার্যকরী ম্যানেজমেন্ট ও মনিটরিংয়ের মাধ্যমে সুরাহা পেয়েছেন বহু মানুষ। প্রসঙ্গত, ২০১৪ সালে আবগারি দফতরের ই-আবগারি ব্যবস্থা স্কচ ফাউন্ডেশনের প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছিল।































































































































