সুশান্তের টাকা কোথায় খরচ করেছেন রিয়া? প্রকাশ্যে ব্যাঙ্কের স্টেটমেন্ট

0
1

সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা খরচ করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কীভাবে সেই অর্থ খরচ করেছেন তার তথ্য প্রকাশ্যে এলো। সুশান্তের অ্যাকাউন্ট থেকে একাধিকবার রিয়ার হোটেলের ভাড়া, পার্লারের বিল মেটানো হয়েছে। এমনকী রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর বিমান ভাড়ার জন্য ব্যবহার করা হয়েছে সুশান্তের অর্থ।

রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। পাটনা রাজীবনগর থানায় অভিনেত্রী বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। এরপরই মুম্বই পৌঁছয় বিহার পুলিশের একটি দল। বান্দ্রার একটি বেসরকারি ব্যাঙ্কে সুশান্তের অ্যাকাউন্ট ছিল। পুলিশ ব্যান্দ্রার ওই ব্যাঙ্কে হাজির হয়ে স্টেটমেন্ট খতিয়ে দেখে। ব্যাঙ্কের স্টেটমেন্ট প্রকাশ করেছে পুলিশ। ওই অর্থের বেশিরভাগই দিদি প্রিয়াঙ্কা সিংয়ের নামে নমিনি করেন সুশান্ত।