শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সমন্বয় কমিটির প্রথম বৈঠকে দেখা গেল না পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু দলের গুরুত্বপূর্ণ সদস্য, স্বাভাবিকভাবেই তাঁর বৈঠকে না থাকা নিয়ে জল্পনা সর্বত্র। যদিও দলের তরফে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যাঁরা বৈঠকে থাকতে পারবেন না, তাঁরা আগেই জানিয়েছিলেন। এই তালিকায় চারজন রয়েছেন। শুক্রবারের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের মেন্টর প্রশান্ত কিশোরের উপস্থিতি। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২১ জনের এই রাজ্য সমন্বয় কমিটি জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বৈঠক থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে জেলার সভাপতি কিংবা কো-অর্ডিনেটর কেউই এককভাবে ক্ষমতাবান নন। সার্বিক আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রতি ১৫ দিন অন্তর সমন্বয় কমিটির বৈঠক হবে।