Breaking : পাহাড়ে আরও ৭ দিন লকডাউন

0
1

পাহাড়ে লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়াল জিটিএ। ২ অগাস্ট রবিবার থেকে ৮ তারিখ পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, মিরিকে লকডাউন চলবে।

আনলক পরিস্থিতিতেও পাহাড় স্বাভাবিক হয়নি। ভাইরাস সংক্রমণ রোধে দফায়-দফায় সেখানে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান, বাজার খোলা থাকলেও হোটেল বা পর্যটনশিল্প ছিল বন্ধ। এই পরিস্থিতিতে পাহাড়ে সংক্রমণ ঠেকাতে ফের লকডাউনের রাস্তাতেই হাঁটল জিটিএ।