রাজ্য শান্তিতে বকরি-ঈদ, ধন্যবাদ জানালো বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন By EBBS Desk - August 1, 2020 0 3 FacebookTwitterPinterestWhatsApp আজ শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে বকরি ঈদ বা কোরবানি ঈদ। শান্তিতে ঈদ-উল-আযহা বা বকরি-ঈদ পালনের জন্য বাংলার সর্বস্তরের মানুষ, রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া৷