মারণ ভাইরাস করোনার গ্রাস থেকে মুক্তি নেই। বরং, যতদিন যাচ্ছে করোনার দাপট ততই বাড়ছে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৫৭ হাজার ১১৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি এই সময়ের মধ্যে দেশজুড়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৬৪ জন রোগী। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জন। এপর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫১১ জন রোগীর। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৫ লক্ষ ৬৫ হাজার ১০৩ জন সক্রিয় করোনা রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১০ লক্ষ ৯৪ হাজার ৩৭৪ জন করোনাজয়ী।































































































































