নৌবাহিনীতেও কোটি কোটি টাকার দুর্নীতি! 8 অফিসারকে আটক করল সিবিআই

0
2

নৌবাহিনীতেও দুর্নীতি!

কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের জালে নৌবাহিনীর ৪ জন অফিসার। অভিযুক্তরা নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের সদস্য। আটক করা হয়েছে আরও ১৪ জনকে। এই বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, নৌবাহিনীতে ভুয়ো বিল পেশ করেছেন ওই অভিযুক্ত অফিসারেরা। নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে আইটি হার্ডওয়্যার এবং আইটি পরিষেবা দেওয়ার নাম করে ৬ কোটি ৭৬ লক্ষ টাকার ভুয়ো বিল পেশ করেছেন তাঁরা।

তদন্তকারী সংস্থার তরফে জানান হয় ক্যাপ্টেন অতুল কুলকার্নি, কমান্ডার মন্দার গোড়বলে, আর পি শর্মা এবং কুলদীপ সিং বাঘেলকে আটক করেছে তারা। সিবিআই-এর তরফে জারি করা এফআইআর-এ বলা হয়েছে, “এই সকল নৌ অফিসাররা তাঁদের পদের ব্যবহার করে নৌবাহিনীতে প্রতারণা করেছেন। গোপনভাবে সরকারি অর্থ ছিনতাই করে তারা তাঁদের পদের অবমাননা করেছেন।”

তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশিও চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, ২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মুম্বইয়ে নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে এই ভুয়ো বিলগুলি পেশ করা হয়। সিবিআই এফআইআর অনুযায়ী, ‘বিলে উল্লেখ করা কোনও সামগ্রীই নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে সরবরাহ করা হয়নি। ওয়েস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টারে এই সংক্রান্ত কোনও তথ্য বা কাগজপত্রও নেই’।