আদালত অবমাননা আইন বাতিলের দাবিতে শীর্ষ আদালতে মামলা

0
2

আদালত অবমাননা আইন মৌলিক অধিকারকে আঘাত করে। ভারতীয় সংবিধান বাক্‌স্বাধীনতা এবং মতপ্রকাশকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়েছে। কিন্তু আদালত অবমাননা আইন এর পরিপন্থী ৷

আদালত অবমাননা আইন চ্যালেঞ্জ করে এবার মামলা হলো সুপ্রিম কোর্টে৷ এই আইনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে হলফনামা পেশ করেছেন প্রবীণ সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি। তাঁদের বক্তব্য, আদালত অবমাননা আইন অসাংবিধানিক৷ কারন এই আইন সংবিধানের মূল ভিত্তির পরিপন্থী। তাঁরা ওই আইন বাতিলের পক্ষেই সওয়াল করেছেন।
ভারতীয় সংবিধানের ১৯ থেকে ২২ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের ৬ ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার। মামলাকারীরা আদালতকে জানিয়েছেন, আদালতের সমালোচনা অপরাধ হতে পারেনা৷ এভাবে অপরাধ চিহ্নিত হলে তা মত প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে ওঠে। তাই আদালত অবমাননা আইন বাতিল করা হোক।