শ্যামল চক্রবর্তীর দেখভালে কোভিড-ওরিয়র চেয়ে আবেদন মেয়ে ঊষসীর

0
1

কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা সিটুর প্রাক্তন রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তী। অসুস্থতা নিয়ে তিনি প্রথমে ভর্তি হয়েছিলেন উল্টোডাঙার একটি নার্সিংহোমে। সেখান থেকে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বলে জানিয়েছেন তাঁর মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। বাবার শারীরিক পরিস্থিতির কথা বারবারই নিজের ফেসবুক পেজে জানাচ্ছেন ঊষসী। এদিন তিনি তাঁর ফেসবুকের ওয়ালে হাসপাতালে শ্যামল চক্রবর্তীর দেখভালের জন্য একজন  কোভিড ওয়ারিয়র চেয়ে আবেদন জানিয়েছেন।

তিনি জানান, সিনিয়র সিটিজেন হওয়ার কারণে তাঁর বাবার পক্ষে এই অবস্থায় একজন সাহায্যকারীর খুবই প্রয়োজন। পিপিই কিট-সহ সবকিছুই তিনি দেবেন। যদি কোন সহৃদয় ব্যক্তি বা কোভিড ওয়ারিয়র সাহায্যে এগিয়ে আসেন সেই আবেদন জানিয়েছেন ঊষসী। একইসঙ্গে দিয়েছেন একটি ফোন নম্বর।
ভাইরাস আক্রান্তদের দেখভালের জন্য ডাক্তার-নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের অপ্রতুলতা রয়েছে। সে ক্ষেত্রে সরকারের তরফে ‘কোভিড ক্লাব’ তৈরি করা হয়েছে যেখানে সংক্রমণমুক্ত অনেকেই যোগ দিয়েছেন ভাইরাস আক্রান্তদের সাহায্যে। সেই রকমই কোনও মানুষের সাহায্যপ্রার্থী শ্যামল-কন্যা।