এবার ডিসচার্জ সার্টিফিকেটে লিখতে হবে ‘Covid-19 Negative’, নির্দেশ রাজ্যের

0
1

সংক্রমণ থেকে সুস্থ হওয়া রোগীদের ডিসচার্জ সার্টিফিকেটে এখন থেকে বড় হরফে এবং স্পষ্ট করে লিখতে হবে ‘Covid-19 Negetive’।

শুক্রবার এই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের সামাজিক হয়রানি থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে এই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাঁদের নানা সামাজিক হয়রানির মুখে পড়তে হচ্ছে। বহু জায়গায় বাড়িতে বা আবাসনের ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হচ্ছে না রোগমুক্ত ব্যক্তিকে। প্রতিবেশীদের দাবি, আক্রান্ত ব্যক্তি যে ভাইরাস মুক্ত, তা হাসপাতাল থেকে লিখিয়ে আনতে হবে।
এছাড়াও দেখা দিয়েছে রোগীকে একঘরে করে দেওয়ার প্রবণতা। কোনও পরিবারের কেউ করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেও সেই পরিবারের সঙ্গে কথা বলছেন না প্রতিবেশীরা। সামাজিকভাবে সবাই এড়িয়ে চলছেন পরিবারের সদস্যদের।

এই প্রবণতা বন্ধ করতেই এবার করোনামুক্ত ব্যক্তির ডিসচার্জ সার্টিফিকেটে সরাসরি ‘Covid-19 Negetive’ লিখতে নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। এতে করোনামুক্ত ব্যক্তি বাড়িতে ঢুকতে বাধা পেলে বা কোনও সামাজিক বয়কটের শিকার হলে অন্তত একটা নথি হাতে থাকবে তাঁর। প্রয়োজনে আইনি সাহায্যও মিলবে৷