শহরের বাজারগুলিতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শীঘ্রই

0
1

মহামারির সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের উদ্যোগের নয়া সংযোজন কলকাতা শহরের বাজারগুলিতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট। কলকাতা পুরনিগমের তরফ থেকে জানানো হয়েছে, দিন কয়েকের মধ্যেই এই টেস্ট শুরু হবে। খোদ কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন । বৃহস্পতিবার চেতলার অহীন্দ্র মঞ্চে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় ৷ উদ্দেশ্য, অল্প সময়ে করোনা রোগী চিহ্নিত করা ।এর মাধ্যমে আধঘণ্টার মধ্যে জানা যাবে কোনও ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত কিনা ।

ফিরহাদ হাকিম

করোনা নির্ণয়ে RT-PCR টেস্ট সাধারণত সময়সাপেক্ষ । এর রিপোর্ট পেতে দুই থেকে তিন দিন লেগে যায় । ফলে আক্রান্ত ব্যক্তি অনেক সময় না জেনেই বাইরে বের হন ৷ ফলে তার মাধ্যমে অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে । এই পরিস্থিতিতে দ্রুত সংক্রমণ নির্ধারণে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করেছে কলকাতা পুরনিগম ৷
ফিরহাদ হাকিম এই বিষয়ে বলেছেন, “করোনা নির্ধারণে সোয়াব টেস্টের রিপোর্ট পেতে কখনও ২৪ ঘণ্টা আবার কখনও ৩৬ ঘণ্টা সময় লেগে যায় । কিন্তু, ব়্যাপিড টেস্ট কার্ডের মাধ্যমে অ্যান্টিজেন টেস্ট হয় ৷ এতে আধ ঘণ্টার মধ্যে ফলাফল জানা যায় ।”