মদ না পেয়ে স্যানিটাইজার খেয়ে মৃত্যু ন’জনের

0
1

টানা ১০ দিন ধরে চলছে লকডাউন। মদের দোকান বন্ধ। আর মদের বোতলে স্যানিটাইজার খেয়ে বেঘোরে প্রাণ গেল ৯ জনের।

ঘটনা অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কুরিচেড়ু শহরের। বুধবার রাতে একজন বৃহস্পতিবার দু’জন এবং শুক্রবার সকালে আরও ছ’জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিনজন ভিক্ষুক এবং বাকিরা স্থানীয় বস্তিবাসী। গত দুদিনে প্রায় ২০ জন হ্যান্ড স্যানিটাইজার খেয়েছিলেন। যারা মারা গিয়েছেন তাদের মধ্যে সবাই অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন স্থানীয় হাসপাতালে। আর তারপরেই প্রাণ হারান তারা।

প্রকাশমের পুলিশ সুপার সিদ্ধার্থ কৌশল জানিয়েছেন, স্থানীয় দোকানগুলিতে থাকা সমস্ত স্যানিটাইজার ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতরা হ্যান্ড স্যানিটাইজার বিষাক্ত মদের সঙ্গে মিশিয়ে খেয়েছিলেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।