শিক্ষানীতির বিরুদ্ধে পথে নামল বাম ছাত্র-ছাত্রীরা

0
3

নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে পথে নামল বাম ছাত্ররা। শুক্রবার কলেজ স্ট্রিটে মিছিল করার পর সংগঠনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে, সংসদকে উপেক্ষা করে অগণতান্ত্রিক এবং অনৈতিকভাবে কেন্দ্রের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যেভাবে রেল বেচেছে, কয়লা খনি বেচেছে, সেভাবে দেশের শিক্ষা ব্যবস্থাও বেচে দিচ্ছে। সরকার তিনটি ‘সি’র আধারে চলছে, ১.সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ। শিক্ষা আর যৌথ তালিকায় নয়! প্রধানমন্ত্রী শীর্ষে! ২.কমার্শিয়ালাইজেশন বা বাণিজ্যিকীকরণ। শিক্ষাও বেচা হবে, কিনতে হবে। ৩. কর্পোটেরাইজেশন বা বেসরকারি হাতে তুলে দেওয়া।