রাজ্যপাল জগদীপ ধনকড় চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তাঁর একবছর পূর্তিতে এই নয়া উদ্যোগ নিয়েছেন তিনি । যদিও রাজ্যপালের এই ইউটিউব চ্যানেলের শুরুতেই রাজ্যের প্রতি তিনি ফের খোঁচা দিয়েছেন।
একবছরে তাঁর এরাজ্যে কী কী উপলদ্ধি হয়েছে , বা কেমন অভিজ্ঞতা হয়েছে সেসম্পর্কে বলতে গিয়ে বকলমে রাজ্যেকে সমালোচনায় বিঁধেছেন রাজ্যপাল।
সেখানেও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশাসনকে অন্যায়ভাবে কাজে লাগানোর অভিযোগ তুলেছেন। এমনকি এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘হীরক রাজার দেশে’-র প্রসঙ্গ। রাজ্যের কোনও সদর্থক দিক তিনি খুঁজে পাননি। সেখানে শোনা গিয়েছে তার গলায় বিরোধীদের সুর। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে যে রাজ্যের উন্নয়ন, মহামারি মোকাবিলায় নিরন্তর লড়াই করে সুস্থতার হার বাড়াতে রাজ্যের ভূমিকা, কোনও কিছুই কী তার দৃষ্টিগোচর হয়নি? আসলে একতরফা রাজ্যের সমালোচনা করাটাই তিনি অভ্যাসে পরিণত করে ফেলেছেন । না হলে নিজের ইউটিউব চ্যানেলে তিনি এভাবে রাজ্যকে খোঁচা দিতেন না। তিনি বলেছেন, রাজ্যের এমন পরিস্থিতিকে ‘হীরক রাজার দেশে’ কি বলা যায়? এরপর ধনকড় বলেন, ‘আমি নিশ্চিত সত্যজিৎ রায় এটা কখনওই পছন্দ করতেন না যে, তিনি যা সিনেমাতে দেখিয়েছেন তা বাস্তবে পশ্চিমবঙ্গে ঘটুক। ‘ বর্তমানে রাজ্যে গণতন্ত্রের অভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.