রিয়াজের স্বপ্ন পূরণ! রাষ্ট্রপতি উপহার হিসেবে দিলেন সাইকেল

0
3

রিয়াজ সাইকেলিস্ট হতে চায়। কিন্তু তার বাবার সামর্থ্য নেই তাকে একটি সাইকেল কিনে দেওয়ার। সেই জন্য ক্লাস নাইনের এই ছাত্রটি নিজেই নেমে পড়েছে টাকা উপার্জন করতে। একটি খাবার দোকানে বাসন মাজার কাজ করে। আর সেখান থেকে উপার্জিত টাকা তুলে দেয় তার বাবার হাতে।

দুর্ভাগ্যক্রমে রিয়াজ একটি ধার করা সাইকেল নিয়ে তার প্র্যাকটিস চালাচ্ছিল। সেই চাইছিল তার একটি নিজের সাইকেল হোক। অবশেষে তার ইচ্ছে পূরণ হলো ঈদে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মিডিয়াতে প্রকাশিত রিপোর্টের মাধ্যমে রিয়াজের সংগ্রামের গল্পটি জানতে পারেন। শুক্রবার কোবিন্দ উপহার হিসেবে তাকে একটি সাইকেল দেন। এদিন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সবিতা কোবিন্দও। রাষ্ট্রপতি রিয়াজকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হওয়ার কথা এবং তার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তার স্বপ্ন বাস্তবায়নের কথাও বলেন তিনি।

রিয়াজ দিল্লির সর্বোদয়া বাল বিদ্যালয়ের ক্লাস নাইনের ছাত্র। সে মূলত বিহারের মধুবনী জেলার বাসিন্দা। রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই বোন ও এক ভাইকে নিয়ে তার বাবা-মা মধুবনীতে থাকেন। রিয়াজ গাজিয়াবাদের মহারাজপুরের একটি বাড়িতে ভাড়া থাকে। ছেলেটি অবসর সময় একটি খাবারের দোকানে বাসন মাজার কাজ করে।

রিয়াজ ২০১৭ সালে, দিল্লি স্টেট সাইক্লিং চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জ পদকও জিতেছিল। ছেলেটি তার কোচ প্রমোদ শর্মার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে। যিনি নিয়মিত তাকে দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে প্রশিক্ষণ দেন।