বনগাঁ কাণ্ডে কাঠগড়ায় হাসপাতাল

0
1

‘বনগাঁ অ্যাম্বুল্যান্স কাণ্ডে গাফিলতি হাসপাতালের’, স্বাস্থ্য দফতরের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হল। যদিও চূড়ান্ত রিপোর্টের পরই ব্যবস্থা নেবে স্বাস্থ্য দফতর । দুদিন আগেই গাফিলতির কথা বকলমে স্বীকার করে নিয়েছিলেন বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহত।
ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। অ্যাম্বুল্যান্সে তুলতে গিয়ে মৃত্যু হয় বনগাঁর বাসিন্দা মাধবনারায়ণ দত্তের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল , বনগাঁ হাসপাতাল থেকে অন্যত্র রেফার করার পরে অ্যাম্বুলেন্সের তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেননি। এরপর তাঁর মৃত্যু হয়।
সেই মতো মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য দফতর থেকে তিনজনের একটি প্রতিনিধিদল বনগাঁ মহকুমা হাসপাতালে যান। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। হাসপালের কর্মী ও হাসপাতাল সুপারের সঙ্গে ঘটনার বিষয়ে দীর্ঘক্ষণ কথা বলেন। এরপর আজ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর যে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে , তাতে পুরো ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করা হয়েছে ।