সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে টোল প্লাজার ৯ নম্বর লেনে কলকাতার দিক থেকে আসছিল একটি মালবোঝাই গাড়ি। মালবোঝাই গাড়িটির পিছনে প্রথমে ধাক্কা মারে একটি ওয়েল ট্যাঙ্কার। তার পিছনে ধাক্কা মারে আরও দুটি গাড়ি। এই ঘটনায় তিনটি গাড়ির চালক গুরুতর জখম হন। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁদের চিকিৎসা চলছে।






























































































































