চলে গেলেন সৌরভের প্রথম কোচ দুখীরাম কোচিংয়ের স্রষ্টা অশোক মুস্তাফি

0
2

সোমেন মিত্রর চলে যাওয়ার দিনে আরও এক বিখ্যাত বাঙালির প্রয়াণ। কলকাতা ময়দানের বিখ্যাত কোচ অশোক মুস্তাফি চলে গেলেন। বৃহস্পতিবার সকালে সকালে সল্টলেকের বাড়িত তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৬। তিনি ছিলেন বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম কোচ। তাঁর একমাত্র মেয়ে ইংলন্ডে থাকেন। তাই তাঁর আসার জন্য অপেক্ষা করা হচ্ছে। এলে হবে শেষকৃত্য। দেহ রাখা হয়েছে পিস হাভেনে।

বেশ কিছুদিন ধরে অশোক মুস্তাফি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকজন ছাত্র তাঁকে হাসপাতালে ভর্তি করেন। এরপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বুধবার ফের শরীর খারাপ হয়। বৃহস্পতিবার সকালে প্রয়াত হন। বিএনআর-এর হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলে কোচিংয়ে আসেন। তাঁর দুখীরাম কোচিং সেন্টারেই সৌরভের ক্রিকেটের প্রথম পাঠ। শুধু সৌরভ নয়, অশোক মুস্তাফির কোচিং সেন্টার থেকে বাংলার বহু ক্রিকেটার উঠে এসেছেন। ১৯৯২ তে হাওড়া ইউনিয়ানের কোচিং শুরু করেন। ২০০০ সালের পর থেকে কার্যত ময়দান ছেড়ে দেন।