অবশেষে রাজস্থান বিধানসভার অধিবেশন ডাকতে রাজি হলেন রাজ্যপাল কলরাজ মিশ্র।
আগামী ১৪ আগস্ট থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন৷
বিধানসভার অধিবেশন ডাকার জন্য রাজ্যপালকে তিনবার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷
তিনবারই তা ফিরিয়ে দেন রাজ্যপাল৷ রাজভবন সূত্রের খবর, বুধবার বেশি রাতে জানানো হয়েছে “আগামী ১৪ আগস্ট থেকে রাজস্থান বিধানসভার পঞ্চম অধিবেশন ডাকার জন্য মন্ত্রিসভার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল।” শেষবার রাজ্যপালকে আগামী শুক্রবার থেকে অধিবেশন ডাকার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যপাল আপত্তি জানিয়ে বলেন, মহামারির সময়ে ২১ দিনের নোটিস না দিয়ে এ ভাবে বিধানসভার অধিবেশন ডাকা সম্ভব নয়। এর পর গেহলট রাজ্যপালের কাছে একটি সংশোধিত প্রস্তাব পাঠান৷ ওই প্রস্তাবে ১৪ আগস্ট অধিবেশন ডাকতে বলা হয়। অর্থাৎ, প্রথমবারের প্রস্তাবের পর থেকে ২১ দিনের সময়সীমা মেনেই দিনটি ঠিক করা হয়। রাজ্যপাল শেষ পর্যন্ত সেই প্রস্তাব মেনে নিলেন।





























































































































