ভূমিপুজোর প্রস্তুতি তুঙ্গে, করোনা সংক্রমিত সেবায়েত-সহ ১৭ পুলিশ

0
5

অযোধ্যায় রামমন্দিরের বর্ণাঢ্য ভূমিপুজো হবে আগামী ৫ আগস্ট৷
অযোধ্যাজুড়ে প্রস্তুতি তুঙ্গে৷। ঠিক এই পরিস্থিতিতেই জানা গিয়েছে, ভূমিপুজো আয়োজনের সঙ্গে জড়িত ১৭ জন ভাইরাস সংক্রমিত। সংক্রমিতদের মধ্যে রয়েছেন মন্দির কমিটির এক বিশিষ্ট সেবায়েত এবং ১৬ পুলিশকর্মী। ভূমিপুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ৫০ জন ভিভিআইপির উপস্থিত থাকার কথা। মন্দির কমিটির প্রধান সেবায়েতের সচিব প্রদীপ দাস-সহ ১৭ জনের সংক্রমণে স্বাভাবিক কারণে জেলাজুড়ে অন্য আশঙ্কা ছড়িয়েছে। যদিও মন্দির কমিটির তরফে ঘোষণা করা হয়েছে, কোভিড-১৯ প্রোটোকল মেনেই এই ভূমিপুজো হবে। মন্দির কমিটি সূত্রে খবর, মোটামুটি ২০০ জন উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। জানা গিয়েছে, অযোধ্যার রামমন্দিরস্থল থেকে ৩ কিমি দূরে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই নামবে প্রধানমন্ত্রীর কপ্টার। মন্দির থেকে জনপথে আসা-যাওয়ার রাস্তা অনেকটা চওড়া করা হয়েছে। ভগবান রামের জীবনকাহিনী কারুশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে স্থানীয় বাড়িঘরের দেওয়ালে। শহরজুড়ে সিসিটিভি পর্দা বসানোর কাজ চলছে৷ ভূমিপুজো অনুষ্ঠানে আপাতত আমন্ত্রণ পেয়েছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর জোশি, উমা ভারতী, বিনয় কাটিয়ার, সাধ্বী ঋতম্ভরা, RSS প্রধান মোহন ভাগবত।