দুটি কোভিড হাসপাতাল পরিদর্শনে ফের শহরে আসছেন আইসিএমআর-এর প্রতিনিধিরা

0
1

রাজ্যের দুটি কোভিড হাসপাতাল নিয়ে বিস্তর অনিয়মের অভিযোগ জমা পড়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চে। এগুলি হল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং উত্তর ২৪ পরগনার একটি বেসরকারি কোভিড হাসপাতাল। রোগীর পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে আইসিএমআর।
দুই হাসপাতালের হাল-হকিকত খতিয়ে দেখতে ফের তৃতীয়বারের জন্য শুক্রবার শহরে আসছে আইসিএমআরের এক প্রতিনিধি দল। সোমবার দিল্লি ফিরে গিয়ে তাঁরা রিপোর্ট দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে।
দুটি হাসপাতালের কোথায় কী সমস্যা, তা বের করে যত দ্রুত সম্ভব, সমাধানের পথ বাতলে দিতে পারেন ওই প্রতিনিধিরা । জানা গিয়েছে, হাসপাতালগুলির শয্যা সংখ্যা, রোগী, রোগীদের খাবার, ক্লিনিক্যাল প্রোটোকল ম্যানেজমেন্টের কাজকর্ম সমস্ত খতিয়ে দেখবে এই দলটি।