ভাইরাসের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন সহকর্মী, বন্ধু চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়। তাঁর লড়াইকে সম্মান জানিয়ে প্রয়াত ডেপুটি ম্যাজিস্ট্রেটের নামে বাংলোর নামকরণ করলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বরের বিডিও সৈয়দ মাসিদুর রহমান।
কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই শামিল ছিলেন ২০১১ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার দেবদত্তা রায়। ভিন রাজ্য থেকে ডানকুনি স্টেশনে ফেরা পরিযায়ী শ্রমিকদের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। সেই দায়িত্ব পালন করতে গিয়েই সংক্রমিত হয়ে পড়েন। এরপর চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি, মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিনের বন্ধু ও সহযোদ্ধার লড়াইকে কুর্নিশ জানাতে দেবদত্তা রায়ের নামে বাংলোর নামকরণের সিদ্ধান্ত নেন মাসিদুর রহমান। তিনি জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা ছিলেন দেবদত্তা। এই লড়াইয়ে তিনি ছিলেন অনুপ্রেরণা।
কিন্তু এতো সরকারি বাংলো। মাসিদুর অন্যত্র বদলি হয়ে গেলে কী হবে? বিডিওর কথায়, এখানে নতুন যিনি আসবেন, তিনি বাংলোর নামকরণ নিয়ে কৌতুহল প্রকাশ করলে দেবদত্তার কথা আসবে, তাঁর লড়াই আসবে। এভাবেই সকলের মধ্যে থাকবেন দেবদত্তা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.