ভাইরাসে আক্রান্ত হলেন ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলি। তাঁর পরিবারের সদস্যরাও ভাইরাস আক্রান্ত হয়েছেন । নিজেই এই খবর টুইট করে জানিয়েছেন দক্ষিণী পরিচালক।

বুধবার পরিচালক তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন , “আমি এবং আমার পরিবারের সদস্যরা কিছুদিন থেকেই অসুস্থ বোধ করছিলাম। আমাদের অল্প জ্বরও ছিল। তাই সময় নষ্ট না করে আমরা করোনা টেস্ট করিয়েছি। তার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ মতো আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে আছি।”

তিনি আরও জানিয়েছেন, তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের এখন কোনও উপসর্গ নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মেনেই ওষুধ খাচ্ছেন বলে জানিয়েছেন রাজামৌলি।





























































































































