মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়ে টুইট FIFA-র

0
1

FIFA-র শুভেচ্ছাও এলো মোহনবাগানের ঘরে৷

মোহনবাগান দিবসে টুইট করে মোহনবাগানকে
শুভেচ্ছা জানিয়ে নিজেদের টুইটার হ্যান্ডলে FIFA লিখেছে, “যখন নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে শোভা পায় কোনও ক্লাবের আকাশ ছোঁয়া মর্যাদা, কোনও ক্লাবের নাম সম্মানের সঙ্গে জ্বলজ্বল করে, তখন বুঝতে হবে সেটা কেবলমাত্র একটা ক্লাব নয় বরং তার থেকেও বড় কিছু।


মোহনবাগান দিবসের অনেক শুভেচ্ছা। এভাবেই বেড়ে চলুক ওরা। মোহনবাগান এই গ্রহের অন্যতম একটি বড় নাম যেখানে আবেগ দিয়ে সমর্থকরা ক্লাবকে সমর্থন করে থাকেন।”
তবে FIFA- স্বীকৃতি মোহনবাগানের কাছে নতুন নয়৷ FIFA- কর্তা ব্লাটার কলকাতাতে এসে বলেছিলেন, “মোহনবাগান ক্লাবের বয়স FIFA-র থেকেও বেশি। এমন সম্মান সত্যি গর্বিত করে।”