সুশান্ত কাণ্ডে এবার হস্তক্ষেপ ইডির

0
1

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অভিনেতার মৃত্যুর তদন্তে হস্তক্ষেপ করতে চলেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে পাটনা পুলিশের কাছ থেকে সুশান্তের পরিবারের তরফে দায়ের এফআইআরের কপি চেয়ে পাঠিয়েছে ইডি।

সূত্রের খবর, আর্থিক কেলেঙ্কারি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুশান্তের তিনটি কোম্পানির মধ্যে দুটি কোম্পানিতে ডিরেক্টরের পদে রয়েছেন রিয়া চক্রবর্তী ও রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। সুশান্তের বাবার অভিযোগ সুশান্তের বান্দ্রার কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরানো হয়েছে। সুশান্তের তিন কোম্পানি থেকে কোনওরকম আর্থিক তছরূপ হয়েছে কিনা, কিংবা সুশান্তের মৃত্যুর পরে কোনওরকম আর্থিক লেনদেন কোম্পানির অ্যাকাউন্ট থেকে করা হয়েছে কিনা সেই সব কিছু খতিয়ে দেখতে চায় ইডি।