“আপনার বাবা হাসপাতালে, আপনি কীভাবে এখন বসে বসে খাবেন?” ভাইরাস আক্রান্ত অভিষেককে আক্রমণ

0
2

ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন । ঐশ্বর্য এবং আরাধ্যা দিন কয়েক আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । হাসপাতালের বেডে শুয়ে অভিষেক ভক্তদের উদ্দেশে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “আমি এবং বাবা দু’জনেই এখন শুয়ে শুয়ে খাওয়া-দাওয়া করছি।”

অভিষেকের ওই ট্যুইটের পরই তাঁকে পালটা ট্রোল করেন এক ভক্ত। যেখানে তিনি বলেন, “বর্তমানে আপনার বাবা হাসপাতালে ভর্তি। তাই আপনি কীভাবে এখন বসে বসে খাবেন!”

অভিষেককে ওই ট্রোলের পরই জুনিয়র বচ্চন যখন পালটা উত্তর দেন, সেই টুইট রীতিমতো ভাইরাল হয়ে যায়।

শুধু তাই নয়, তাঁদের মতো অবস্থায় কাউকে যেন পড়তে না হয় বলেও আশা প্রকাশ করেন অভিষেক বচ্চন।