সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের মাঝেই ফের অভিনেতার আত্মহত্যা খবর সামনে এল। বুধবার মহারাষ্ট্রের নানদেড়ের বাড়িতেই আত্মহত্যা করেন মারাঠি অভিনেতা আশুতোষ ভাকরে।
প্রাথমিক তদন্তে মহারাষ্ট্র পুলিশের অনুমান, অবসাদে ভুগেই আত্মহত্যা করেছেন অভিনেতা। মাত্র ৩২ বয়সে কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা সেই সূত্র খুঁজছে পুলিশ। নানদেড়ের গণেশ নগর এলাকায় তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে আশুতোষকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর মা-বাবা। যদিও কোনও সুইসাইড নোট মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। আশুতোষের অভিনেত্রী স্ত্রী ময়ূরী দেশমুখও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। মৃত্যুর আগে আশুতোষ ভাকরে একটি ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে তিনি আলোচনা করেন, কোন পরিস্থিতিতে বা কেন কোনও মানুষ তাঁর জীবন শেষ করে দিতে চায়। এই মৃত্যু প্রসঙ্গে পুলিশ ইন্সপেক্টর অনন্ত নারুথে জানান, “বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আশুতোষ ভাকরের মৃত্যুর খবর আসে। অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তবে পরিবার কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি।”