রাফাল ভারতের মাটি ছুঁতেই হুমকি দিলেন রাজনাথ

0
1

দেশে এলো রাফাল। তাকে স্বাগত জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হুমকি, রাফালের আগমনে যদি কেউ ভয় পেয়ে থাকে, তারা আর কেউ নয়, যারা সীমান্তে ভারতের অখণ্ডতা চুরমার করতে চাইছে। আর তাদের সমঝে যাওয়াই উচিত। লক্ষ্য যে পাকিস্তান কিংবা চিন, তা বলার অপেক্ষা রাখে না। আমি শুধু এই সময়ে একটা কথাই বলতে চাই, রাফাল আসায় ভারতের নতুন যুগের সূচনা হলো। এই বহু বৈশিষ্ট্যের যুদ্ধবিমান ভারতের সামরিক শক্তিকে এক ধাক্কায় বিপ্লব এনে দিল।