মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হল শিক্ষা মন্ত্রক, পরিবর্তন শিক্ষানীতিতেও

0
1

বড় পরিবর্তন। দীর্ঘ ৩৪ বছর পরে একদিকে বদলে গেল মন্ত্রকের নাম, অন্যদিকে বদল আসছে জাতীয় শিক্ষানীতিতেও। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। একইসঙ্গে নতুন ‘জাতীয় শিক্ষানীতি’ প্রয়োগে সবুজ সঙ্কেত দিল মন্ত্রিসভা। তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেছেন, ৩৪ বছরে শিক্ষানীতিতে কোনও বদল হয়নি। তাই এবার সময়ের সঙ্গে সাযুজ্য রেখে বাস্তবমুখী বদল আনা হচ্ছে।

কেন্দ্রের নতুন শিক্ষানীতির খসড়া প্রস্তুতির দায়িত্বে ছিলেন ইসরোর প্রাক্তন প্রধান কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বে এক বিশেষজ্ঞ কমিটি। এই কমিটিই মন্ত্রকের নাম পরিবর্তনের সুপারিশ করে। সেই মতো শিক্ষানীতির প্রস্তাবের সঙ্গেই নাম বদলের বিষয়টিও সুপারিশ করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। বুধবার মন্ত্রিসভা সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পরে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাওড়েকর সাংবাদিক সম্মেলনে বলেছেন, এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গত ৩৪ বছরে শিক্ষানীতিতে কোনও পরিবর্তন হয়নি। আশা করি, দেশবাসী এবং বিশ্বের প্রথমসারির শিক্ষাবিদরা এই শিক্ষানীতির প্রশংসা করবেন।