২৯ জুলাই মানে সোনায় লেখা ইতিহাস! ২৯ জুলাই মানেই সবুজ-মেরুন অহংকার। ২৯ জুলাই মানেই সংগ্রামী অভিনন্দন। ২৯ জুলাই মানেই অমর একাদশকে শ্রদ্ধাঞ্জলি।
শুধু মোহনবাগান সমর্থক নয়, বাংলা তথা ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক দিন। গর্বের দিন।
১৩১ বছর পেরিয়েও আজও অমলিন মোহনবাগান দিবস। মোহনবাগান শুধু একটা ক্লাবের নাম নয়। মোহনবাগান একটা আবেগের নাম। ভালবাসার নাম। ঐতিহ্যের নাম। আভিজাত্যের নাম। বিশ্ব ফুটবলের মানচিত্রে দেশ হিসেবে ভারত যতই “লিলিপুট” হোক না কেন, শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব কিন্তু একটা বৃহৎ পরিসর জুড়ে রয়েছে।
এবার করোনা আবহে মধ্যে পালিত হচ্ছে মোহনবাগান দিবস। সেই উদযাপনে সামিল দেশবিদেশের মোহনবাগান ভক্তরা। আর এই বিশেষ দিনটিকে কুর্নিশ জানালো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা FIFA.সুদূর মার্কিন মুলুকে
টাইমস স্কোয়ারের নাসডাক বোর্ডে ফুটে ওঠা মোহনবাগান ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাল FIFA.
মোহনবাগান দিবসে শুভেচ্ছা জানিয়ে ফিফা টুইটে লিখেছে, “নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিলবোর্ডে যখন আকাশচুম্বী প্রতিপত্তি আর ঝলমলে সুন্দর ক্লাবের নাম ফুটে ওঠে, তখন ক্লাবের থেকেও অনেক বড় কিছু হয়ে যায়। বিশ্বের অন্যতম সমর্থকদের ভালোবাসার ক্লাবকে জানাই মোহনবাগান দিবস ২০২০-র শুভেচ্ছা। ”