ভাইরাসের সংক্রমণ এবং লকডাউন, এই দুইয়ের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। এমনকী চলচ্চিত্র জগতের অনেকেই কার্যত বেকারত্বের সমস্যায় ভুগছেন। এই চিত্র দেখা গিয়েছে বলিউডেও। অক্ষয় কুমারের সহ-অভিনেতা হারিয়ে সবজি বিক্রি করছেন।
কার্তিকের বাড়ি ওড়িশার ভুবনেশ্বরে। লকডাউনে নিজের বাড়ির কাছেই সবজি বিক্রি করছেন তিনি। রোহিত শেঠি পরিচালিত সূর্যবংশী ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে কার্তিক সাহুকে। অক্ষয় কুমারের সঙ্গে একটি লড়াইয়ের দৃশ্যে তাঁকে দেখা যাবে। মাত্র ১৭ বছর বয়সে ওড়িশা থেকে মুম্বাই যান কার্তিক। চলচ্চিত্র জগতে আসার আগে দেহরক্ষী হিসেবে কাজ করেছেন তিনি। অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকরের দেহরক্ষী ছিলেন কার্তিক।






























































































































