চুক্তি হয়েছিল ২০১৬ সালে। কিন্তু প্রথম যুদ্ধ বিমান ভারতের মাটি ছুঁতে লেগে গেল ৪ বছর। ৩৬টির দাম ৫৯ হাজার কোটি টাকা। ৭২০০ কিলোমিটার ওড়ার জন্য ভারতীয় পাইলটরা শেষ ৯ মাস ধরে ফ্রান্সে প্রশিক্ষণ নিচ্ছিলেন।কেন পৃথিবীর সেরা যুদ্ধবিমান বলা হচ্ছে রাফালকে? কী রয়েছে রাফালে? যার জন্য বলা হচ্ছে একে বিউটি অ্যান্ড দ্য বিস্ট!
১. ডবল বা ট্যুইন ইঞ্জিন। এই ক্ষমতার কারণে একসঙ্গে ‘মাল্টিপল’ কাজ করতে সক্ষম।
২. একই দিনে একটি টার্গেটে ৫বার হামলা চালাতে সক্ষম।
৩. রয়েছে অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র মেটেওর। একইসঙ্গে মাইকা আর এএম-৩৯ এক্সোসেট ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম।
৪. গতিবেগ ২২২২ কিলোমিটার প্রতি ঘন্টা। ৫০ হাজার ফুট পর্যন্ত আকাশে উঠতে পারে। তবে স্বচ্ছ্বন্দে উড়তে পারে ৩৭০০ ফুট উপরে।
৫. যে কোনও আবহাওয়ায় আকাশে উড়তে পারে। লম্বায় ১৫.২৭ মিটার, আর ডানার মাপ বা চওড়ায় ১০.৮ মিটার। উচ্চতা ৫.৩০ মিটার। রাফালে রয়েছে ডেল্টা উইং।
৬. বহন করতে পারে ৯৫০০ কেজি ওজন। যেখানে সুখোইয়ের বহন ক্ষমতা ৮০০০ কেজি।
৭. পরমাণু হামলা রুখে দিতে সক্ষম রাফাল।
৮. আছে র্যাডার ওয়ার্নিং রিসিভাফ। শত্রুপক্ষের রেডিও সিগন্যাল চিহ্নিত করতে পারে। রয়েছে ফ্লাইট ডেটা রেকর্ডার, ইনফ্রারেড সার্চ ও ট্র্যাকিং সিস্টেম। সঙ্গে থাকছে জ্যামার।
৯. পাইলটদের হেলমেটে থাকছে যাবতীয় তথ্য।
১০. আকাশেই জ্বালানি ভরতে সক্ষম।
১১. রাফালের সর্বোচ্চ গতি ১.৮ ম্যাচ। ৪.৫ জেনারেশান, যা একবারে সাম্প্রতিক।
১২. ১৯০ কেজি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে রাফাল ১০০ কিমির দৃষ্টির ঊর্ধ্বে (বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ) সক্ষম।
১৩. ৭০ কিমি দূরত্বের বাঙ্কার ভাঙতে সক্ষম।
১৪. বায়ু থেকে ভূমিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ৩০০ কিমি রেঞ্জে ছুড়তে সক্ষম।
১৫. ইন্টারনাল ফুয়েল রেঞ্জ ৪.৭ টন, এক্সটারনাল ফুয়েল রেঞ্জ ৬.৭ টন। ল্যান্ডিং গ্রাউন্ড রান ১৫০০ ফুট।





























































































































