“এভাবে শ্রদ্ধা বিদ্রুপের নামান্তর”- অমিত শাহর পোস্টকে তীব্র কটাক্ষ অভিষেকের

0
1

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিনে তাঁকে স্মরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর করা টুইটকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর টুইটটি উদ্ধৃত করে নিজের টুইটার হ্যান্ডেল অভিষেক লেখেন, বিদ্যাসাগর একজন মহান সমাজ সংস্কারক ছিলেন। তাঁর ধর্মনিরপেক্ষ, মুক্ত চিন্তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। যে অমিত শাহর সভায় যোগ দিতে আসা তাঁর কর্মী-সমর্থকরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন  সেই অমিত শাহর এই ধরনের শ্রদ্ধাজ্ঞাপন বিদ্রুপের নামান্তর। এইভাবে ক্ষুদ্র পোস্ট করে বিদ্যাসাগরকে প্রতীকী সম্মান দেখানো বন্ধ হোক বলেও মন্তব্য করেন অভিষেক। তার এই পোস্ট থেকেই স্পষ্ট সেদিনকার মূর্তি ভাঙার ঘটনা এখনও তার মনে ক্ষতচিহ্ন রেখে দিয়েছে।