লকডাউনের আবহে ফের শোকের ছায়া দেশের বিনোদন জগতে ৷ এবার প্রয়াত হলেন ওড়িয়া ছবির জনপ্রিয় অভিনেত্রী দীপা সাহু ৷ সোমবার দুপুর নাগাদ ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী ৷ বয়স হয়েছিল মাত্র ৩৫ !
জানা গিয়েছে , ৬ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী দীপা ৷ এর মধ্যেই সিনেমার কাজ চালিয়ে যাচ্ছিলেন ৷চিকিৎসাও চলছিল তাঁর ৷ তবে আর লড়াই চালাতে পারলেন না অভিনেত্রী৷ সোমবারই মৃত্যুর কাছে হার মারলেন দীপা ৷
এমনকি চলে গেলেন রা ওয়ান, অন্ধাধুন,বদলাপুরের মতো ছবির অ্যাকশন ডিরেক্টর পারভেজ খান। মাত্র ৫৫ বছর বয়সেই থেমে গেল তাঁর যাত্রা। সোমবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলিউডের এই অ্যাকশন ডিরেক্টরের।
বলিউডের সঙ্গে পারভেজের সম্পর্ক সাড়ে তিন দশকেরও বেশি দীর্ঘ। ১৯৮৬ সাল থেকে বলিউড ছবির অ্যাকশনকে নিঁখুত করে তোলবার কারিগর তিনি। সোমবার আচমকাই বুকে যন্ত্রণা শুরু হলে তাঁকে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কোনওরকম শারীরিক সমস্যা ছিল না তাঁর। অক্ষয় কুমারের খিলাড়ি, শাহরুখ খানের বাজিগর,ববি দেওলের সোলজারের মতো ছবিতে সহকারী অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেছেন পারভেজ। ২০০৪ সালে রামগোপাল বর্মার অব তক ছপ্পন ছবির সঙ্গে স্বাধীনভাবে কাজ করা শুরু করেন তিনি। জনি গদ্দার, এজেন্ট বিনোদ,বদলাপুর, রা ওয়ান,বিশ্বরুপাম সিরিজ, সহ একাধিক ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আগামী ছবি সন্দীপ অউর পিঙ্কি ফরার
।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































