কলকাতা শহরের মানুষের পাশে থাকতে ফের উদ্যোগী হলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এবার থেকে সরাসরি “9830037492” নম্বরে হোয়াটস অ্যাপ করা যাবে ফিরহাদ হাকিমকে। হোয়াটস অ্যাপ করে জানানো যাবে করোনা সংক্রান্ত যে কোনও সমস্যার কথা। এমনকি, যদি শহর কলকাতায় কোথাও করোন আক্রান্ত ব্যক্তি মৃত অবস্থায় পড়ে থাকেন, সে খবর তাঁকে জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।
পাশাপাশি এদিন তিনি আরও জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে কলকাতা পুরসভার কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্সেনিকা এলবাম দেওয়া হবে। এবং শুক্রবার থেকে সোয়াব টেস্ট করা হবে সমস্ত পুরকর্মীদের ।রক্সি সিনেমার সামনে হবে এই টেস্ট। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে এই টেস্ট।
একইসঙ্গে ফিরহাদ হাকিম এদিন জানান, আলিপুরে কনটেন্টমেনট জোনের সংখ্যা কমেছে। তবে বোরো-৩ এ বেড়েছে। অন্যদিকে সেফ হোম নিয়ে তিনি বলেন, আনন্দপুরে যে সেফ হোম করা হয়েছে তাতে ৪০০ থেকে ৭০০ বেড করা হবে এবং ৫০টি পৃথক বেড থাকবে, যাঁরা করোনা মোকাবিলায় সামনের লাইনে দাঁড়িয়ে কাজ করছেন তাঁদের জন্য ।
আগামী শুক্রবার থেকে শুরু হবে পালস অক্সিমিটার টেস্ট। যার মাধ্যমে মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা বোঝা যাবে ।ইতিমধ্যে ১০০০ টি পালস অক্সিমিটার বিভিন্ন বোরোতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক। এর সঙ্গে সোয়াব টেস্ট ও এন্টিজেন টেস্ট করা হবে বলেও তিনি জানান।




























































































































