অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের সুশান্তের বাবার

0
3

সুশান্ত সিং রাজপুত কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অভিনেতার বাবা কে কে সিং।

সংবাদসংস্থা সূত্রে খবর, জালিয়াতি, টাকা তছরুপ এবং খুনের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। প্রাথমিকভাবে পাটনা পুলিশে অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা। পাটনা সেন্ট্রাল জোনের ইন্সপেক্টর জেনারেল সঞ্জয় সিং জানিয়েছেন, চারজনের একটি দল ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছে। কেস ডায়েরি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি মুম্বই পুলিশের থেকে সংগ্রহ করবে ওই টিম।

প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এরপরই সরব হন সুশান্তের অনুরাগীদের একাংশ। কাঠগড়ায় তোলা হয় সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় রিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুশান্তের অনুরাগীরা।