দুর্নীতি করলে ছাড় নেই রাজা- উজিরেরও। সে তিনি যত ক্ষমতাশালী হোন না কেন! আর সেই দৃষ্টান্ত দেখা হেল মালয়েশিয়ায়। দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ২১ কোটি রিঙ্গিত জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার এই রায় ঘোষণা করেন কুয়ালালামপুর হাই কোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি।
জাতীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় তাঁকে এই সাজা দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সেদেশে ক্ষমতায় ছিলেন। এর আগে নাজিব রাজাকের বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ আদালতে প্রমাণিত হয়। তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের ফৌজদারী অভিযোগ ছিল। অভিযোগ অনুযায়ী, ওয়ানএমডিবি প্রকল্পের ৪২ মিলিয়ন রিঙ্গিত অর্থাৎ ১০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ তৎকালীন প্রধানমন্ত্রী রাজাকের ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল।































































































































