31 অগাস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন
এই সপ্তাহে সম্পূর্ণ লকডাউন একদিন
এই শনিবার বকরিঈদের জন্য লকডাউন হবে না
পরের সপ্তাহ থেকে দুদিন করে লকডাউন হবে
আগামী সপ্তাহে রবিবার ও সোমবার সম্পূর্ণ লকডাউন
পরের সপ্তাহে শনি ও রবিবার লকডাউন
ঘন্টা একটানা লকডাউনের চেষ্টা করা হচ্ছে
অনেকে মাস্ক পরছেন না
অগাস্ট পর্যন্ত প্রত্যেক রবিবার সম্পূর্ণ লকডাউন
শনিবার কোনও উৎসব পড়লে তার বদলে বিকল্প দিনে লকডাউন হবে
31 অগাস্ট পর্যন্ত রাজ্যজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
পরিস্থিতি বুঝে 31 অগাস্টের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে
২,৫,৮ ও ৯ অগাস্ট লকডাউন হবে ।
এরপর ১৬,১৭,২২,২৩ অগাস্ট এবং ২৯ ও ৩০ অগাস্ট লকডাউন হবে রাজ্যে ।






























































































































