ফের ভাইরাসে আক্রান্ত মৃতদেহ সৎকারে পুলিশকে বাধা, বাঁশবেড়িয়ায় উত্তেজনা

0
5

কিছুদিন আগেই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আক্ষেপ করে বলেছিলেন, সবাই যদি বাধা দেয় তাহলে সংক্রমণে মৃত ব্যক্তিদের সৎকার হবে কোথায়? কিন্তু তাঁর সেই বার্তার পরেও ছবিটা যে একটুও বদলায়নি সেটা স্পষ্ট হল হুগলিতে। হুগলির বাঁশবেড়িয়া গন্ধেশ্বরী ঘাটে সোমবার রাতে পুলিশি প্রহরায় এক কোভিড আক্রান্ত রোগীর দেহ দাহ করতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, রাতে এই ঘাটে মাঝে মধ্যেই ভাইরাস আক্রান্ত রোগীর দেহ এনে দাহ করা হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করা যাবে না এই অজুহাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। কয়েক ঘণ্টা আটকে রাখা হয় পুলিশ কর্মীদের। বারবার বুঝিয়েও কোনো ফল না হওয়ায় রাতের দিকে বাড়তি পুলিশ ফোর্স নিয়ে যাওয়া হয় এলাকায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। পরে পুলিশি প্রহরায় দেহটি দাহ করা হয়।