ছাত্র সমাজের ভবিষ্যৎকে ঢাল করবেন না, রাজ্যপালকে শিক্ষামন্ত্রী

0
1

রাজ্যপালের মন্তব্যের পাল্টা জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের স্বার্থই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। রবিবার টুইট করে এ কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই টুইটের জবাব দেন শিক্ষামন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, ছাত্র সমাজের ভবিষ্যৎকে ঢাল করবেন না।

নিজের টুইটার হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লেখেন, “ধন্যবাদ মহামান্য রাজ্যপাল মহোদয়। আমার মনে হয় পুরনো কাসুন্দি ঘাটছেন কেন? ইউজিসি তো নিজেই ৬ তারিখের বিবৃতি বাতিল করতে পারত। কোর্টের অপেক্ষা কেন? রাজ্যের সার্বিক কল্যাণে মন দিন। বাংলার ছাত্র সমাজের ভবিষ্যৎকে ঢাল করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে ইউজিসি সাড়া দিক।”

রাজ্যপাল টুইটারে লিখেছিলেন, ” ছাত্র-ছাত্রীদের স্বার্থই সর্বোচ্চ। আপনাদের উদ্বেগ সারাক্ষণ মাথায় আছে। ইউজিসি – র চেয়ারম্যান জানিয়েছেন সোমবার সুপ্রিম কোর্ট, ৩০ জুলাই দিল্লি হাইকোর্ট এবং ৩১ জুলাই বোম্বে হাইকোর্টে মামলা উঠবে। উপাচার্যদের ঢাল হিসাবে না দাঁড়িয়ে এদিকে দৃষ্টি দিন। উপাচার্যদের কাজকর্মের উপর নজর রাখা হচ্ছে।”

প্রসঙ্গত, ৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক। এই পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার কথাও বলেছে ইউজিসি। মহামারি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এহেন নির্দেশিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই নির্দেশিকা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। কিন্তু তার কোনও উত্তর মেলেনি বলে রাজ্য সরকার সূত্রে খবর। ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন পড়ুয়াদের একাংশ।